সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু: ভাইরাসটিতে নতুন শনাক্ত ৩৩ জন
আসাদুজ্জামান:
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৫৮ জন। আা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। তিনি এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।
Please follow and like us: