সাতক্ষীরায় ১ জন এবং শিশু হত্যার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ শরীফুল আহসান এর নেতৃত্বে বুধবার রাত দেড়টার দিকে শ্যামনগর থানার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যতিন্দ্রনগর গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে মো. আজাদ আলী গাজী (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মামলা হয়। মামলা নং-১৭, তারিখঃ ১৪/০৭/২০২১, ধারাঃ ৩০২/৩০১/৩৪ পেনাল কোড। তাকে শ্যামনগর থানায় সোপার্দ করা হয়েছে।
এদিকে মেজর মোহাম্মদ শরীফুল আহসান এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদর থানার ঝাউডাংগা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঐ গ্রামের মৃত. বদও উদ্দিনের ছেলে মোঃ আব্দুস সোবাহান (৫৫) কে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০০ গ্রাম গাঁজা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৪৪/২১, তারিখ ১৫/০৭/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক) ধারা।