সাতক্ষীরায় রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে জেলা যুবলীগ
নিজস্ব প্রতিনিধি:
করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন মেনে ঘর বন্দি থাকা গরীব ও মধ্যবিত্ত মানুষের বাড়িতে বাড়িতে রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সমগ্রী পৌছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে জেলা যুবলীগ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক ও মঈনুল হোসেন নিখিল এ পরমর্শে গতকাল রাতে এ খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি এম অয়েহিদ পারভেজ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহুরুল হক নান্টু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ এহসান হাবিব অয়নসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী উপহার এ খাদ্য সহায়তায় প্রতিদিন ১শত পরিবার করে ঈদের দিন পর্যন্ত চলবে। গতকাল রাতে ১শত পরিবাওে মাঝে চাল,ডাল,আলু,পেয়াজ তেলসহ বিভিন্ন খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।