সাতক্ষীরা শ্যামনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় ৮ ভারতীয় গরু আটক
আশিকুজ্জামান লিমন:
সাতক্ষীরা শ্যামনগর সীমান্তে ৮ভারতীয় গরু আটক করেছে, কৈখালী উপকূল রক্ষী বাহিনী (কোষ্টগার্ড) সদস্যরা। শনিবার গভীর রাতের দিকে কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার (পিও) ফুল মোহাম্মাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তে পাঁচ নদীর মোহনা হতে গরুগুলো আটক করে। তবে, কোষ্ট গার্ডের উপস্থিতি আগেই টের পেয়ে সংঘবদ্ধ গরু পাচারকারীর দল মালামাল ফেলে দ্রুত সুন্দরবনে পারিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি নৌকা সহ ৩লক্ষ ৭৫ হাজার টাকার ৮টি ভারতীয় গরু জব্দ করে কোষ্টগার্ড সদস্যরা।
কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ-উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ গরু পাচারকারীর দল ভারত থেকে গরু পাচারের খবর গোপনে জানতে পেরে পূর্ব পরিকল্পনা মতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরু পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর থানায় পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।