খুলনা বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলার মুল নায়ক সাগর আটক
আব্দুর রশিদ বাচ্চুঃ
গত বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সম্পাদক শাহিন বিশ্বাসের উপর হামলা মুল নায়ক একাধিক মামলার আসামি সন্ত্রাসি সাগর আটক। জানাযায়,সে কেএমপি আড়ংঘাটা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানাসহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক অভিযোগ। সে তৎকালীন চরমপন্থী দলের সদস্য ছিলো। সুচতুর এই সাগর কখনও কখনও নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে। তার খুলনার জিরোপয়েন্ট এলাকার কিশোর গাংয়ের সঙ্গে রয়েছে গভীর সখ্যতা। বিগত ৩ বছর পুর্ব থেকে তারা বটিয়াঘাটা এলাকায় বসবাস শুরু করে। এছাড়া উপজেলার একাধিক মাদক সিন্ডিকেটের সঙ্গে রয়েছে তার গভীর সখ্যতা। এব্যাপারে শাহিন বিশ্বাস বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছেন। যার নং ৪। তাং ৪/৭/২০২১। অভিযোগে তিনি উল্লেখ করেন,বটিয়াঘাটা উপজেলা সদরের কিসমত ফুলতলা গ্রামে আকবরের ভ্যানে বটিয়াঘাটায় যাওয়ার পথে সন্ত্রাসী সাগর তার গাড়ি গতিরোধ করে। পরে সাগর শাহীনকে বাড়ির মধ্যে ডেকে দিয়ে সাগর ও তার স্ত্রী রুপালী হাতুড়ী দিয়ে তার বাম পায়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় মামলা হলে সঙ্গে সঙ্গে থানার ওসি শাহ জালালের নির্দেশে এস আই তৌহিদসহ সঙ্গীয় ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে সাগরকে আটক করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: