রাজধানীতে একদিনে জরিমানার সর্বোচ্চ রেকর্ডঃ গ্রেফতার ১০৭৭
নিউজ ডেস্কঃ
করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের অষ্টম দিনে ঘোরাঘুরি করায় রাজধানীতেএক হাজার ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জরিমানা করা হয়েছে সাড়ে ৩৭ লাখ টাকার বেশি, যা একদিনে সর্বোচ্চ জরিমানা আদায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাইরে ঘোরাঘুরি করায় এক হাজার ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি বিভাগ। এরমধ্যে ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭৯০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো বলেন, ট্রাফিক বিভাগ কর্তৃক ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এক হাজার ৭৭ জনসহ আটদিনে রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন পাঁচ হাজার ২৬৪ জন।
উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে প্রতিদিনের ন্যায় অষ্টম দিনেও রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।