জেলায় করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যুঃচলছে ২য় দফা লকডাউনের ২য় দিন
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ৪৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ২৭.৮৬শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ১শ ৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯শ ৬৫জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ১শ ৩৫ জন।
এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৭৬ জন এদের মধ্যে ২১ জনের করোনা পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি ১৪৮ জনের মধ্যে ১৮জন পজেটিভ।আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪শ ০৪জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৭৬জন।
এদিকে ২য় দফা লকডাউনের আজ ২য় দিন চলছে।তবে সাতক্ষীরার মোড়ে মোড়ে পুলিশের চেকপোষ্ট দেখা গেলে ও মানুষের যাতায়াত ছিল স্বাভাবিক।পরিবহন গুলো বন্ধ থাকতে দেখা গেলেও চলছে মোটরসাইকেল, ইজিবাইক,ভ্যান ও মহিন্দ্র।বাজারে লক্ষ করা গেছে মানুষের ভিড়।
চলমান লকডাউন যদি ভালোভাবে পালন হয় তাহলে ঈদের আগে সংক্রমনের হার কমে যাবে বলেছেন জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
Please follow and like us: