কৈখালী বনবিভাগের অভিযানে নৌকা সহ গরানকাঠ জব্দ
Post Views:
৫৭৫
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের কৈখালী বনবিভাগের অভিযানে নৌকা সহ গরানকাঠ জব্দ করেছেন ৷ ৮ জুলাই ২০২১ তারিখ বেলা ১২টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে মরাগাং নদীর শাখা কাল চাকদা নামক স্থান থেকে ২ টি নৌকা বোঝায় প্রায় ২শ পিছ গরান কাঠ জব্দ করেন ৷ ঐ সময়ে চোরাকারবারিরা বনে ভিতরে পালিয়ে যায় ৷
কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা গরান কাঠ পাঁচারের চেষ্টা করছে ৷ সংবাদের প্রেক্ষিতে টেংরাখালী টহল ফাড়ীর আওতায় চাকদা খালে পৌঁছানো মাত্র চোরাকারবারিরা লাফিয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যায় ৷ আমরা ২টি নৌকা বোঝায় প্রায় ২শ পিছ গরান কাঠ জব্দ করতে সক্ষম হয়েছি ৷ আমাদের এ অভিযান অব্যহত থাকবে ৷