স্ত্রীর যৌতুক মামলায় জেল হলো পাইকগাছার প্রতারক আসাদের
খুলনা প্রতিনিধি:
রাজশাহীর তানোরে স্ত্রীর দেয়া যৌতুক মামলায় দীর্ঘদিন আত্বগোপনে থাকা নানা কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে পরবর্তী মোটা অংকের টাকা আত্মসাৎকারী প্রতারক খুলনার পাইকগাছার আলোচিত সাংবাদিক মোঃআসাদুল ইসলাম আসাদ নামে এক ব্যাক্তিকে জেল- হাজতে প্রেরন করেছে পাইকগাছা থানা পুলিশ। যৌতুক নিরোধ আইনের-০৩ ধারায় ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেফতার পূর্বক সংশ্লিষ্ট তানোর থানায় হস্থান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ।যার মামলা নং- সি আর ১১০/২১। মামলা ও পুলিশ সূত্রে জানায়ায়, খুলনা জেলা পাইকগাছা উপজেলার সরল গ্রামের বাসিন্দা মোঃআব্দুল আজিজের পুত্র আসাদুল ইসলাম আসাদ জীবন জীবিকা নির্বাহের জন্য রাজশাহী জেলাস্হ ফাসকা বেবী ফুড কোম্পানিতে চাকুরীরত অবস্হায় রাজশাহী জেলাস্হ তারোন উপজেলার ভালুকা কান্দরের বাসিন্দা মোতাহার হোসেন দুলালের কন্যা মোছাঃ কুলসুম আরা খাতুন নামে এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে।দীর্ঘদিন তাদের একে অপরের সাথে দেখা সাক্ষাতের পর মুসলিম সরিয়াহ মতে ২০১৫ সালের ৩ জুন রেজিস্ট্রি কাবিনে বিবাহ সম্পন্ন হয়। বিবাহ পরবর্তী তারা দুজনে রাজশাহীর একটি ভাড়া বাসায় তাদের সুখের সংসার অতিবাহিত করলে ও দীর্ঘ স্হায়ী হয়নি সেই সুখের স্বর্গ। অর্থ মোহে আকৃষ্ট আসাদ বিবাহ পরবর্তী বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রায়শঃ সহজ সরল ঐ নারীকে ভুল বুঝিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে মোটা অংকের অর্থ আতœসাৎ করে।এক পর্যায়ে স্ত্রী কুলসুমের সাথে সমস্ত যোগাযোগ বিছিন্ন পূর্বক নিরুদ্দেশ হয় সে। বেশ কিছুদিন পর ভুক্তভোগী নারী আসাদের দ্বারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরিশেষে কোন উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগী কুলসুম আরা খাতুন সুবিচার পাওয়ার আসায় প্রতারক ও অর্থ আতœসাৎকারি আসাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট তারোন থানাস্হ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের-০৩ ধারায় একটি মামলা করেন। যার নং-১১০/২১। এরই ধারাবাহিকতায় রাজশাহীর তানোর থানার ওয়ারেন্ট ম্যাসেজের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফীর নির্দেশে এএসআই নাজমুল হোসেন গত বৃহস্পতিবার (১লা জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে সরল গ্রামে অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ী থেকে আসাদুল ইসলাম আসাদকে আটক করে পুলিশি হেফাজতে নেয়। আটক পরবর্তী তাকে রাজশাহী জেলার তানোর থানায় হস্থান্তর করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানা পুলিশ।
Please follow and like us: