করোনায় মারা গেছেন সাতক্ষীরার প্রবীন চিকিৎসক আলী আশরাফ
ডেস্ক রিপোর্ট:
অবশেষে করোনার নিষ্ঠুর থাবার কাছে হার মানলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি সার্জন ও এক সময়কার সাতক্ষীরা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রবীন চিকিৎসক ডা: আলী আশরাফ (৭০)। তিনি সোমবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেন।
কাটিয়া ঢালীপাড়ার জাহিদ হোসেন জানান, তার বড় ভাই রুপালী ব্যাংকের ডিজিএম হিসেবে কর্মরত থাকায় তিনি ওই বাড়ি দেখাশুনা করেন। ওই বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকতেন প্রবীন চিকিৎসক ডা: আশরাফ আলী। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে করোনার কাছে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাইছারুজ্জামান হিমেল ডা: আলী আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।