ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় হামলার শিকার হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনো ইসরায়েলি ক্রু ছিল না।
অন্যদিকে ইসরায়েলের সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির চ্যানেল ১২ টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। অবশ্য এসব ঘটনার জন্য ইসরায়েল বরাবরই ইরানকে দায়ী করে আসছে।
সূত্র: পার্সটুডে