ভিখারি মুক্ত সাতক্ষীরা গড়ার লক্ষ্যে অসহায় প্রতিবন্ধী পরিবারকে সচ্ছল করার উদ্যোগ
আর.এম মেহেদী:
সাতক্ষীরা প্রতিনিধি: মহামারী করোনা কালীন সময়ে ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতাঃআতিকুজ্জামান (সাহেদ)তিনি মূলত প্রতিবন্ধী ও গরীব অসহায় মানুষদের কে নিয়ে কাজ করছে।সামার্থ থাকতে ভিক্ষী নয় চেষ্টা দ্বারা জীবন পাল্টায় ।এই সোলগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। গত কাল শুক্রবার (২ জুলাই) বিকাল ৫ টার দিকে ইটাগাছায় এক অসহায় প্রতিবন্ধীর দোকানের জন্য মালা-মাল কিনে দিয়ে সহযোগীতা করেন।তবে সহযোগীতার জন্য টাকা দিয়ে সাহায্য করেন সাতক্ষীরা সদর উপোজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান (বাবু)এবং প্রথান অথিতী হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার ৭নং ওয়াডের কাউন্সেলার শেখ জাহাঙ্গির হাসান (কালু)
Please follow and like us: