বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে মাইক্রোসফট
তথ্যপ্রযুক্তি ডেস্ক :
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনা করতে প্রস্তুত বিশ্ব বিখ্যাত সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এরই মধ্যে ভ্যাট নিবন্ধন পেয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
মাইক্রোসফট রিজিওনাল সেলস ডট এলটিডি নাম এবং সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে কোম্পানিটি নিবন্ধন নিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবে পোদ্দার অ্যান্ড এসোসিয়েটস।
মাইক্রোসফটের আগে ২৩ মে গুগল, ২৭ মে অ্যামাজন ও ১৩ জুন ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।
Please follow and like us: