সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক ৩২ টি হারানো মোবাইল ফোন উদ্ধারঃ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মানুষের হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বুধবার তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত¡াবধানে ও দিক নির্দেশনায় দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা পুলিশের আইসিটি শাখার একদল চৌকশ কর্মকর্তা জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য নিরলস ও
নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত জুন মাসে মোট ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে রয়েছে, আই ফোন-২টি, স্যামসাং গ্যালাক্সি-৮টি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব-১টি, ভিভো-৫টি, অপপো-৪টি, এক্সমি-১টি, রেডমি-১টি, রিয়েলমি-৪টি, সিমপোনি-৪টি, ভিশন-১টি ও পোকো-১টি। এ কাজের নেতৃত্বে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অপরাধ) সজিব খান। দেশের বিভিন্ন জেলা থেকে এ সকল মোবাইল
ফোন গুলো উদ্ধার করে আনা হয়েছে। উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন মালিকদের সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে এনে তাদের কাছে তা
হস্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইকবাল হোসেনসহ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।