লকডাউন বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবের ক্যাম্পেইন
মোমিনুর রহমানঃ
সীমান্ত জেলা সাতক্ষীরার ছড়িয়ে পড়া মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়ন এবং আরোপিত বিধি-নিষেধ প্রতিপালনে মানুষকে উদ্বুদ্ধ করতে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সচেতনতা মুলোক ক্যাম্পেইন পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮টায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে উপজেলার অন্যতম জনসমাগমস্থল পারুলিয়া মৎস্য সেডে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেকটি মৎস্য আড়তে ফিতা দিয়ে ঘেরা দেয়ার পাশাপাশি জীবানু নাশক স্প্রে, মাস্ক ছাড়া যাতে কেউ মৎস্য সেডে প্রবেশ না করে, অযথা বসে থাকা বা ঘোরাফেরা না করে, অতি মুনাফার লোভে কেউ যেন বাগদা, গলদা বা অন্যান্য প্রজাতির চিংড়ি পানিতে না ভিজিয়ে রাখে এবং সকাল ৯টার মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মাছ ক্রয়-বিক্রয়ের কাজ শেষ করে আড়ৎ বন্ধ করে বাড়ীতে চলে যায় সেসম্পর্কিত নানা নির্দেশনা দেয়া হয়। ক্যাম্পেইন কালে দেবহাটা থানার এসআই আশিকসহ অন্যান্য পুলিশ সদস্য এবং মৎস্য ব্যবসায়ী নেতাদের মধ্যে আরশাদ আলী, মিজানুর রহমান মিন্নুর, আব্দুল কাদের, নাজমুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।