স্বাস্থ্যবিধি মেনে উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা ॥
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে
নিয়েছে যায়যায়দিন পত্রিকা। ১৯৮৪ সালে প্রকাশিত পত্রিকাটি প্রথমে
সাপ্তাহিক, পরবর্তিতে দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটি তার প্রকাশনা
অব্যাহত রেখেছে। বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাতীয় দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী
রুকুনউদ্দীন আহমেদ এর সম্পাদনায় এদেশের মুক্তিযুদ্ধ, কৃষ্টি-কালচার,
ইতিহাস-ঐতিহ্য, খেলা-ধুলা, সম্ভাবনা, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কৃষি,
বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, নারী নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস, দূর্নীতি,
জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে এদেশের স্বাধীনতা
মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে এখনো পাঠকের মন জয় করে চলেছে
দৈনিক যায়যায় দিন পত্রিকা।
আজ ৩০ জুন বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু
মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রকাশনার ১৬তম বর্ষে
পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে বক্তরা
উপরোক্ত কথা বলেন।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির
বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক
যায়যায়দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই।
সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিক শাকিলা ইসলাম
জুঁই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা
প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপি, দৈনিক প্রথম আলোর নিজস্ব
প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মোহাম্মদ আলী সুজন, জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান
ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, সাপ্তাহিক সূর্যের
আলোর সম্পাদক অরেশখান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন
সম্পাদক ও সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক এম
কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙ্গা
টিভি ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক
বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি
মনিরুল ইসলাম মনি,সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য
সেলিম রেজা মুকুল প্রমূখ। এছাড়া যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর
এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ
বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বলেন, বস্তুনিষ্ঠ
সংবাদ পরিবেশন ও অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে
হবে। শহরের ঐতিহ্যবাহী প্রাণসায়েরের খাল খনন সঠিকভাবে সিডিউল মোতাবেক খনন
হয়েছে কিনা সেটিও সাংবাদিকদের তুলে ধরতে হবে। সেখানে যদি কোন অনিয়ম
দূর্নীতি থেকে থাকে সেটি যদি পত্রিকার পাতায় উঠে আসে তা হলে প্রাণসায়ের
খাল খননের অনিয়ম দূর্নীতি প্রতিরোধ করতে পৌরবাসীর সোচ্চার হবে। সাংবাদিক
ও জনপ্রতিনিধি একসাথে কাজ করলে খুব দ্রুত সাতক্ষীরার উন্নয়ন ও
অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। #