সর্বাত্মক লকডাউনেও যা কিছু চালু থাকবে
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ১ জুলাই থেকে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে সরকারি-বেসরকারি অফিসগুলো বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু থাকবে।
এর বাইরে শুধু রফতানিমুখী পোশাক কারখানা, বন্দর, আন্তর্জাতিক ফ্লাইট খোলা থাকবে। এছাড়া খুবই সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হওয়া সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সীমিত পরিসরে কোরবানির পশুর হাট খোলা রাখার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কঠোর বিধিনিষেধ না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, লকডাউনে সবধরনের নিয়ম-কানুন মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চান। এ খাতে কর্মরতরা বাসা থেকে বের হয়ে সোজা কারাখানায় যান। কারখানায় ঢোকার সময় তাদের পরীক্ষা করা হয়, শরীর কেমন সেটি দেখা হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক পরানো হয়। আবার একইভাবে তারা বাসায় ফিরে যান। ফলে সমাজের আরেক শ্রেণির সঙ্গে মেশার সুযোগ তাদের খুব কম।
তিনি বলেন, মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী পোশাক খাতে যারা কাজ করেন তাদের মধ্যে এ রোগের বিস্তার খুব কম। সামনে ঈদ আসছে, বেতন-বোনাসের বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় তারা যেটি বলছে যা আমাদের বিবেচনায় নেয়া প্রয়োজন হতে পারে।
এদিকে সর্বাত্মক লকডাউনের বিষয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।