উপকূলের শিশুদের আমরা বন্ধু ফাউন্ডেশন’র উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
উপকূলের শিশুদের মাঝে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল ১০টায় শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার নেবুবুনিয়ায় অর্ধশত শিশুর মাঝে এই উপহার তুলে দেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য এস এম শাহিন আলম।
উপহার সামগ্রী পেয়ে মরিয়ম বলেন, মাস্ক, সাবান ও খাবার পেয়ে খুব ভালো লাগছে। আমাদের লাফ দড়ি খেলার জন্য দড়ি হলে ভালো হয়।
রিয়াজ জানায়, আমরা চরে খেলা করি একটা ফুটবল আর আমাইগা জার্সি দিলি আমার খুশি হবো।
আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য এস এম শাহিন আলম বলেন, উপকূলে দুর্যোগ পরবর্তী সময়ে সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা। শারীরিক ও মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়ে তারা। এই সময়টা তাদের পাশে দাঁড়ানো দরকার। আমরা বন্ধু ফাউন্ডেশন সেটাই করে আসছে। ভবিষ্যতে এ ধারা অব্যহাত থাকবে।
উল্লেখ্য, আম্পান পরবর্তী উপকূলের শিশুদের আমরা বন্ধু পরিবার বিভিন্ন সময়ে খাদ্য, খেলাধুলা সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন,গল্পের বইসহ নানা উপহার দিয়ে সহযোগিতা করে আসছে।
Please follow and like us: