ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
২৯ জুন (মঙ্গলবার) বিকাল ৩:০০ টায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।
সম্প্রতি ২৬ মে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ও উপচিয়ে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামও লোনা পানিতে ভেসে যায়। অধিকাংশ অতিদিরিদ্র পরিবারগুলোর ঘরবাড়ি ভেসে যাওয়ায় বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়। এসব পরিবারগুলো খাদ্য সংকটে পড়লে লিডার্স এর সহযোগিতায় অতিদরিদ্র পরিবারের নিকট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। প্রতিটি খাদ্য প্যাকেজে আছে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি লিটার, লবন ৫০০ গ্রাম, মাস্ক ৫ টি।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের আওয়ামীলীগের কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম মোল্যা। লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার দেবব্রত কুমার গাইন, মেড়িকেল এসিসট্যান্ট সুব্রত রায় প্রমূখ।