সারাদেশে সাতদিনের সর্বাত্মক লকডাউন: নতুন তারিখ ঘোষণা
নিউজ ডেস্ক:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে সারাদেশে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এর আগে চারদিন সারাদেশে লকডাউনের মধ্যে সব অফিস খোলা থাকবে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, যেকোনো মূল্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই কঠোর বিধি-নিষেধের প্রজ্ঞাপন আসছে।
তিনি আরো জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের আগে কঠোর লকডাউন আসতে পারে।
Please follow and like us: