প্রেমের সালিশে গিয়ে নিজেই কিশোরীকে বিয়ে করে ফেললেন চেয়ারম্যান
নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে প্রেমের সালিশ করতে গিয়ে নিজেই কিশোরীকে বিয়ে করে ফেললেন কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদার।
শুক্রবার দুপুরের ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ওই কিশোরীর প্রেমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেননি নাসিমার বাবা নজরুল ইসলাম। তিনি বিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদারকে জানান। শুক্রবার এ নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বসে। সালিশে কিশোরীকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের। তিনি বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়ে যান ওই কিশোরীর বাবা। পরে বাদ জুমা পাঁচ লাখ টাকা কাবিনে কিশোরীটিকে বিয়ে করেন শাহীন চেয়ারম্যান।
জানতে চাইলে চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, আমি তিন বছর আগেই দ্বিতীয় বিয়ে করতাম। নির্বাচনের কারণে দেরি হয়েছে।