সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় লকডাউন মানছে না: প্রতি রাতে চুরি
ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা সদরের ধুলিহর, ব্রক্ষ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের চোরেরা লকডাউন মানছে না। এলাকায় প্রতি রাতে হচ্ছে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম। ইতিমধ্যে ব্রক্ষ্মরাজপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদারের বাড়িতে চেতনা নাশক দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।
একইভাবে ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান (হবির) বাড়িতে, ব্রক্ষ্মরাজপুর বড়খামার গ্রামের আবদুল্লা মুহুরির বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। ব্রক্ষ্মরাজপুর গ্রামের ওহিদের বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়েছে।
ব্রক্ষ্মরাজপুর দহাখোলা ইনছাফের মাছের ঘেরে বিশ দিয়ে মাছ চুরি, একই এলাকার রনির বাড়ি থেকে ইজি বাইকের ব্যাটারি চুরি হয়েছে। ধুলিহর ইউনিয়নের আরশাদের বাড়ি থেকে ৬ বস্তা ধান, লিটন মিস্ত্রীর বাড়ি থেকে মটর, ইমরানের বাড়ি থেকে এক জোড়া কবুতর, মিন্টুর বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়েছে।
চোরেরা মসজিদুল আকসা মসজিদের মটর চুরি করেছে। ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের যবুলীগ নেতা আব্দুর রাজাকের বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি ও বালিথা আলমগীরের বাড়ি থেকে বাই সাইকেল চুরি হয়েছে। এই তিন ইউনিয়নের মানুষ এখন রাত হলেই চুরি ও ছিনতাই আতংকে ভুগছে।
এলাকার সচেতন মানুষদের ধারণা, পেশাদার চোর ছাড়াও জেলায় ভয়াবহ করোনা পরিস্থিতিতে অব্যাহত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ ও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নতুন করে মাদকাশক্ত হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে এসব চুরির সাথে জড়িয়ে পড়তে পারে।
এ ব্যাপারে ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তন্ময় জানায়, সদর থানার অফিসার ইনচার্জ চিহ্নিত চোর ধরার জন্য অভিযান অব্যাহত ও গ্রাম পুলিশদের সতর্ক থাকতে বলেছেন।