সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন
মো.ফয়জুল হক,বাবু:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপন অভিযান – ২০২১ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা। এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেবা রানী চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক সুকুমার সরকারসহ বিদ্যালয়ে সকল শিক্ষক মন্ডলী।
এর আগে নবগত উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে হবে।