ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত হার ২.৭৯ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮৬৯৮ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ১৮৩ জন। এ সময় ১৭ লাখ ৪৫ হাজার ৮০৯টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ।
শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, এ পর্যন্ত ভারতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি এক লাখ ৩৮ হাজার ১৪৩ দাঁড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা চার লাখ মাইলফলকের কাছাকাছি পৌঁছেছে।
এছাড়া দেশটির সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৬৫ জনে বা মোট আক্রান্তের ২.০৩ শতাংশ এবং মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ১৯৩ হাজার ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৮১৮ জন হাসপাতাল ছেড়েছেন।
ভারতে করোনা মহামারির দ্বিতীয় তরঙ্গ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেল্টা প্লাসসহ ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় তৃতীয় তরঙ্গের আঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি এ পর্যন্ত ভারতের ১২টি রাজ্যে পাওয়া গেছে।