আশাশুনিতে মোবাইল কোর্টে ১১০০ টাকা জরিমানা
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ জুন) উপজেলার বুধহাটা ও আশাশুনি সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার(ভূ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বুধহাটা বাজারে আল আমিন ইলেক্ট্রনিক্স ও মদিনা অপটিক্যালস এন্ড ওয়াচকে ১০০০ টাকা এবং আশাশুনি বাজারের ব্যবসায়ী শ্রীকলস গ্রামের মৃত জিয়াদ আলি সরদারের পুত্র রফিকুলকে ১০০ টাকা সর্বমোট ১১০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী
ও জনসাধারণকে সচেনতন করা হয়।