গভীর রাতে নারকেল গাছে নারী, শরীরে অদ্ভুত আঁচড়
নিউজ ডেস্ক:
রাত আনুমানিক সাড়ে ১০টা। একটি নারকেল গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন এক নারী। একনজর এদিক-ওদিক দেখে নিয়ে চট করে উঠে পড়েন ওই গাছে। এমন দৃশ্য দেখে ভড়কে যায় আশপাশের মানুষ, ভয়ের সঞ্চার হয় সবার মাঝে।
বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুরে ঘটে অদ্ভুত এ ঘটনা। রাতেই খবর পেয়ে ওই নারীকে গাছ থেকে নামিয়েছে ফায়ার সার্ভিস। নামানোর পর দেখা গেছে- ওই নারীর শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ।
স্থানীয়রা জানায়, উদ্ধার হওয়া ওই নারী একই গ্রামের হাসান আলীর স্ত্রী। তিনি নারকেল গাছের নিচেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ এদিক-ওদিক তাকিয়ে দ্রুতগতিতে গাছে উঠে পড়েন। এর আগে, তাকে কেউ এভাবে কোনো গাছে উঠতে দেখেনি।
মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা জানান, উদ্ধার হওয়া নারীর শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে- গাছে ওঠার সময় ওই আঁচড়গুলো লেগেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতেই আছেন।