লিডার্স ও ব্র্যাক এর উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়নে মাস্ক বিতরণ
শ্যামনগর প্রতিনিধিঃ
২৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০:৪৫ এর সময় ব্র্যাক-লিডার্স এর যৌথ উদ্যোগে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ইউপি সদস্য জি. এম আব্দুর রউফ, মোঃ কামরুল মোড়ল, হরেকৃষ্ণ মন্ডল, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস.এম মনোয়ার হোসেন, প্রিকল্প সমন্বয়কারী কুন্তল রায় চৌধুরী, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোভিট- ১৯ প্রতিরোধে যারা মাস্ক ব্যবহার করছে না তাদের কে ম্যাস্ক ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া বিষয়ে পরামর্শ দেন। এ সময়ে পুনঃব্যবহার যোগ্য ও অনটাইম দুই ধরনের মাস্ক বিতরণ করা হয়।
Please follow and like us: