অস্ট্রেলিয়ায় ইঁদুরের উৎপাতে বন্ধ হচ্ছে জেলখানা
আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ইঁদুরের উপদ্রবে একটি জেলখানায় সংস্কার ও পরিচ্ছন্নতাকাজের জন্য কয়েক শ বন্দীকে অন্যত্র সরিয়ে ফেলতে হচ্ছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি ইঁদুর দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। ফসলের বাম্পার ফলনের কারণে বেড়েছে এই প্রাণীটির সংখ্যা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইঁদুরের কারাগারের অভ্যন্তরের অবকাঠামো ব্যাপক ক্ষতিসাধন করেছে।
রাজ্যের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চার মাস কারাগারের কার্যক্রম বন্ধ রাখা হবে। এই সময়ে এটি পরিষ্কার, মেরামত এবং ভবিষ্যতে ইঁদুরের প্রকোপ ঠেকানোর উপযোগী করা হবে।
নিউ সাউথ ওয়েলসের কারেকটিভ সার্ভিসের কমিশনার পিটার সেভেরিন বলেন, ইঁদুর কেন্দ্রটিতে ঢুকে পড়েছে আর এমন মাত্রায় ক্ষতি করেছে যে নির্দিষ্ট সময়ের জন্য এটা খালি করে দেওয়াই ভালো।
ওয়েলিংটন কারেকশনাল সেন্টারের বেশিরভাগ কর্মীকেই রাজ্যের অন্য কারাগারে পাঠানো হবে। এছাড়া বন্দিদেরও বেশ কিছু কারাগারে পাঠানো হবে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে শস্যের ব্যাপক ফলনের সঙ্গে ইঁদুরের প্রজননও বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে ইঁদুরের পাল ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। ওই অঞ্চলের কৃষি খামারগুলোতেও ইঁদুরের উৎপাত চরম আকার নিয়েছে বলে দাবি করছে স্থানীয়রা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের ফসল কাটার মৌসুমের সময় থেকেই ইঁদুরের পরিমাণ বাড়তে থাকে। বংশবৃদ্ধির উপযোগী আবহাওয়া এবং ব্যাপক ফসল উৎপাদনের কারণে প্রাণীটির পরিমাণ বেড়েছে। এছাড়া দীর্ঘ খরার পর গত বছরের ভয়াবহ দাবানলের কারণে শিকারি প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় ইঁদুর বেড়ে যাওয়ার আরেকটি কারণ।