মটর সাইকেল লাফে বিশ্ব রেকর্ড গড়তে গিয়ে প্রাণ গেল স্ট্যান্টম্যানের
আন্তর্জাতিক ডেস্ক :
মটর সাইকেলে দীর্ঘতম লাফের বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছিলেন এক স্ট্যান্টম্যান। কিন্তু অতি বিপজ্জনক এই প্রচেষ্টা করতে গিয়ে উল্টো তাকে হারাতে হয়েছে প্রাণ।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ‘মোসেস লেক এয়ারশো’ –তে ঘটে এই দুর্ঘটনা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ২৮ বছর বয়সী খ্যাতনামা স্ট্যান্টম্যান অ্যালেক্স হারভিল ৩৫০ ফুট বাইক জাম্পের বিশ্বরেকর্ড ভাঙার জন্য গ্রান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনুশীলন করছিলেন। তবে অনুশীলনের সময় মোটরসাইকেলে করে লাফ দেয়ার পর তিনি ঠিকমত অবতরণে ব্যর্থ হন ও মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ।
এদিকে ওয়াশিংটনের স্থানীয় কর্মকর্তারা অ্যালেক্সের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘অ্যালেক্সের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।
মোসেস লেক এয়ারশো জানিয়েছে, ২০০৮ সালের ২৯ মার্চ অস্ট্রেলিয়ার রবি ম্যাডিসনের করা ৩৫০ ফুট জাম্পের রেকর্ডটি ভাঙ্গার লক্ষ্য ছিল হারভিলের। যা ১৩ বছর ধর অক্ষত রয়েছে। তবে গিনেস বুকে নাম লিখিয়েছেন অ্যালেক্স হারভিলও। ২০১৩ সালে ২৯৭ ফুট জাম্পের রেকর্ড গড়েন তিনি।