সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন : লকডাউন চলছে ঢিলেঢালা
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তৃতীয় দফার সাত দিনের লকডাউনের ৪য় দিনেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১১৬ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৪৩.১ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৪ শ ৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৪ জন।
বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৮ শ ২০জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২২৯ জন এদের মধ্যে ২০ জনের করোনা পজেটিভ। ২ জন আইসিইউ তে আছে,সদর হাসপাতালে ৩ জন করোনা পজেটিভ রুগী রয়েছ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি ১২৮ জনের মধ্যে ১১ জন পজেটিভ।আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২শ ৭৩ জন।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৬০ জন।
এদিকে, জেলা প্রশাসনের তৃতীয় দফা ঘোষিত লকডাউনের ৪র্থ দিন চলছে।তবে লকডাউন চলছে ঢিলেঢালা ভাবে।জেলাপ্রশাসন থেকে বিভিন্ন স্থানে লকডাউনে সচেতনতা মূলক প্রচার ও জরিমানা করলেও মানুষের মধ্যে কোন সচেতনতা নাই।শহরের বিভিন্ন পয়েন্ট পুলিশের চেক পোষ্ট বসালেও মানুষের যাতায়াত ছিলো স্বাভাবিক। অন্যদিকে লকডাউন কার্যকর করতে ওয়ার্ড পর্যায়ে কমিটিকেও সক্রিয় করা হয়েছে।সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেট হাসপাতাল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।