ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরায় দুই ভারতীয় নাগরিকসহ আটক-১১
আসাদুজ্জামান:
লকডাউনের মধ্যেও ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্ত থেকে ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ভারতীয় নাগরিক আফতাব মোল্লা ও তার শিশু সন্তান রুহিনীকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত অন্যরা হলেন, চুয়াডাঙ্গা জেলার সিরাজগঞ্জ থানার বালিয়াকান্দি গ্রামের ঝর্না বেগম, খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা গ্রামের রিজিয়া খাতুন, কিশোরগঞ্জ জেলা সদরের পাইকপাড়া গ্রামের খাদিজা খাতুন, তার শিশু কন্যা নাইমা ইসলাম, সাতক্ষীরার কলারোয়া থানার গৈয়া গ্রামের সুমন মিয়া, খুলনা জেলার দৌলতপুর থানা পাবলা গ্রামের কৃষ্ণা শীল, একই জেলার কয়রা থানার শ্রীরামপুর গ্রামের ইয়াসিন সানা, তার স্ত্রী লাভলী বেগম ও তাদের শিশু কন্যা ইয়াসমিন জাহান ।
বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তারা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আসছিল। আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ৯ জনকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর থানায় সোপর্দ করা হবে। তিনি আরও জানান, করোনা সংক্রমন রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি শুরু হয়েছে। গত ৩ সপ্তাহে অবৈধ যাতায়াতকালে সাতক্ষীরা সীমান্ত থেকে তিন মানবপাচারকারীসহ ৭১ জনকে আটক করা হয়েছে বলে আরো জানান বিজিবি এই অধিনায়ক।