শ্যামনগরে বাঘের আক্রমণে নিহত পরিবারের মাঝে আর্থিক সহয়তার চেক বিতরণ
আশিকুজ্জামান লিমন:
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বন বিভাগের কার্যালয় আজ ১৭ ই জুন বৃহস্পতিবার বনবিভাগের আয়োজনে বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষয়ক্ষতি পূরণ বিধিমালা ২০২১ মোতাবেক সাতক্ষীরা রেঞ্জের কম্পার্টমেন্ট ৪৮ আওতায় দুইজন বাঘের আক্রমণে নিহত পরিবারের মাঝে আর্থিক সাহায্যে চেক বিতরণ করা হয় ৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বনসংরক্ষক এম এ হাসান ৷
গত ১৬ মার্চ ও ১৪ ই এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কম্পার্টমেন্ট ৪৮ আওতায় নিহত মো হাবিবুর এর স্ত্রী হাজরা ও নিহত আবুল কালামের স্ত্রী খুকুমণি খাতুনের হাতে আলাদা আলাদা ৩ লক্ষ টাকার চেক তুলে দেন৷
বাঘে আক্রমনে নিহত হাবিবুরের স্ত্রী হাজরা বিবি জানান, আমরা বহু কষ্টে দিনযাপন করেছিলাম বনবিভাগের একান্ত প্রচেষ্টায় তিন লক্ষ টাকা পাওয়ার পরে আমি আমার পরিবারের সন্তানদেরকে ভবিষ্যৎ এর জন্য কিছু করতে পারবো৷ কালামের স্ত্রী খুকুমণি খুশি হয়ে বলেন, আমি স্বামী হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছিলাম বনবিভাগের টাকা দিয়ে আমার সংসার আশার প্রদীপ জ্বেলে দিয়েছে ৷ আমার মেয়ের বিয়ে খরচ চালাতে আমার আর কষ্ট হবে না এবং ভবিষ্যতের জন্য টাকা দিয়ে পুঁজি করে কোনো ছোটখাটো ক্ষুদ্র ব্যবসা করতে পারব।
Please follow and like us: