কাদাকাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮ টার দিকে ইউনিয়নের ব্রাহ্মণ তেতলিয়া চিংড়ী প্রজেক্টে এ ঘটনা ঘটে।
কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মাদার বাছাড়ের পুত্র প ানন বাছাড় (৪০) শিল্পপতি খায়রুল মোজাফফর মন্টুর ব্রাহ্মণ তেতুলিয়া বিলে চিংড়ী প্রজেক্টে দীর্ঘকাল কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি প্রজেক্টে চিংড়ী মাছের খাদ্য দিয়ে বাসায় ফিরে পানিতে গা ভেজা অবস্থায় মোবাইল চার্জ দিতে প্লাগ লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এসময় সেখানে কেউ ছিলনা। অনুমান আঘা ঘন্টা পরে অপর শ্রমিক অমৃত ঘরে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে প্রজেক্টের মালিক মন্টু সাহেব ঘটনাস্থানে পৌছে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থানে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষ কোন আপত্তি না থাকায় প াননের বড় ভাই রবীন্দ্র নাথের কাছে মৃতদেহ হস্তান্তর করেন। এদিন বিকালে তার সৎকার করা হয়। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।