আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলা সদর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে আশাশুনি গ্রামের মৃত আঃ গনি সরদারের পুত্র ব্যবসায়ী জাহিদুলকে ১০০০ টাকা, বাবর আলি সরদারের পুত্র ব্যবসায়ী আঃ মজিদকে ১০০০ টাকা ও মজিবর ঢালীর পুত্র ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ৫০০ টাকা সর্বমোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।