সাতক্ষীরায় ৫ম দিনেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি:করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু ৩
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় দ্বিতীয় দফা সাত দিনের লকডাউনের ৫ম দিনেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৫৩ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৭শ ১১জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭শ ৭০ জন।
বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৭শ ৮৬ জন।
এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৬৫ জন এদের মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ। ৩ জন আইসিইউ তে আছে,সদর হাসপাতালে ভর্তি আছে ২০ জনের মধ্যে ৯ জন পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি আছে ১২৯ জনের মধ্যে ১০ জন পজেটিভ।আর বাকিরা তাদেও নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২শ ৫২ জন।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাইনি। তবে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৫৫ জন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
এদিকে, জেলা প্রশাসনের দ্বিতীয় দফা ঘোষিত লকডাউনের ৫ম দিনে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক। মানুষ যেন কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্যবিধি। হাটবাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসার জন্য দেড়’শ বেড রয়েছে।কিন্তু রুগী রয়েছে ১৬৫ জন। দুই এক দিনের মধ্যে ২০০ বেড করা হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোন করোনা রুগী ভর্তি করা হবেনা। যারা বর্তমানে ভর্তি রয়েছে তাদের চিকিৎসা সেবা শেষ হলে ছেড়ে দেয়া হবে। তিনি এ সময় জেলা বাসীর কাছে সরকারে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।