খেলোয়াড়সহ কোপা আমেরিকায় করোনায় আক্রান্ত ৪১ জন
স্পোর্টস ডেস্ক:
খেলোয়াড়সহ কোপা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট ৪১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হিসেবে নথিভুক্ত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আক্রান্তদের মধ্যে ৩১ জন খেলোয়াড় ও স্টাফ এবং ১০ জন কর্মী, যাদেরকে এই ইভেন্টের জন্য ভাড়া করা হয়েছিল।
এক বিজ্ঞপ্তিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাায়, যেসব কর্মীদের টেস্ট রিপোর্ট করোনা পজিটিভ এসেছে তাদের সবাই ব্রাসিলিয়ার। সেখানেই রোববার উদ্বোধন করা হয়েছে টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। সফরকারী ভেনেজুয়েলা দলের অন্তত এক ডজন খেলোয়াড় ও স্টাফ কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মন্ত্রণালয় জানায় এ পর্যন্ত কোপার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২৯২৭ জনকে করোনা পরীক্ষা করানো হয়েছে। সোমবার লিমায় পেরু স্কোয়াডের ফিটনেস কোচের টেস্টের রিপোর্টও করোনা পজিটিভ এসেছে। নেস্টর বানিলো ওই কারণে ব্রাজিল সফর থেকে বিরত রয়েছেন। তবে ব্রাজিলিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই কোভিড আক্রান্তদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটি পরিস্কার নয়।
এদিকে কলম্বিয়া জানায়, তাদের টেকনিক্যাল সহকারি পাবলো রোম্যান ও ফিজিওথেরাপিস্ট কার্লোস অ্যান্টেনা করোনায় আক্রান্ত হয়েছেন। এর এক ঘণ্টা আগে ভেনেজুয়েলা ঘোষণা করেছে যে স্কোয়াডের আট খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় নতুন তালিকার ১৫ খেলোয়াড়কে স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট করার জন্য তারা নির্দেশনা জারি করেছে।
এছাড়া বলিভিয়া ফুটবল ফেডারেশন জানায়, তাদের দলের তিন খেলোয়াড় ও একজন কোচ করোনায় আক্রান্ত হয়েছে।