ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে ১০+ গোল করার অনন্য কীর্তি গড়েন রোনালদো
স্পোর্টস ডেস্ক :
ইউরো কাপের নতুন আসরের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে সহজ জয় দিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে একদম শেষ দিকে মাত্র আট মিনিটের ব্যবধানে তিন গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। রাফায়েল গুয়েরেইরোর গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন অধিনায়ক ক্রিস্চিয়ানো রোনালদো।
এ জোড়া গোলের মাধ্যমে ইউরো কাপের ইতিহাসে এখন সর্বোচ্চ গোল রোনালদোর। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে ১০+ গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি। এর আগে ফরাসি কিংবদন্তি মিশেল কিংবদন্তি মিশেল প্লাতিনি ১৯৮৪ ইউরোতে ৯টি গোল করছিলেন।
এদিন আরো একটি নতুন রেকর্ড গড়েন রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমে একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড গড়েন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। একই সঙ্গে তিনি দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন সর্বোচ্চ আন্তর্জাতিক আসরে সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দাইর রেকর্ডের দিকে। এদিনের জোড়া গোলে প্রায় তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোনালদো। আন্তর্জাতিক ম্যাচে রোনালদোর গোল এখন ১০৬টি। আর ৩টি গোল পেলে ছুঁয়ে ফেলবেন দাইকে।
রোনালদোর রেকর্ড গড়ার দিনে অবশ্য তাদের ৮৪ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল স্বাগতিক হাঙ্গেরি। দারুণ জমাট রক্ষণে ম্যাচ গোলশূন্য ড্রর দিকেই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দলটি।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো শিরোপাধারীরা। ডি-বক্সের মধ্য থেকে নেওয়া দিয়াগো জোতার শট ঠেকান হাঙ্গেরিয়ান গোলরক্ষক পেতার গুলাক্সি। ৩০তম মিনিটে বের্নার্দো সিলভার ক্রস থেকে লাফিয়ে হেড নিয়েছিলেন ক্রিস্চিয়ানো রোনালদো। তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের ৪৩ মিনিটে বাম পাশ থেকে দুর্দান্ত ক্রস বাড়ান ডিয়েগো জোতা। বক্সের ভেতরে থাকা ব্রুনো ফার্নান্দেস সেটিতে পা ছোঁয়াতে পারেননি, বল চলে যায় ফাঁকায় থাকা রোনালদোর সামনে। কেবল ঠিকঠাক পা লাগালেই হয়ে যেত গোল। কিন্তু সেটি বারের অনেক ওপর দিয়ে মারেন রোনালদো।
ফলে গোলশূন্যই কাটে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু গোল মিলছিল না কিছুতেই। উল্টো ৮০ মিনিটের দিকে ম্যাচের প্রথম গোলটি করে বসে হাঙ্গেরি। তবে সেই আক্রমণটি মাঝ মাঠে থাকতেই অফসাইড হওয়ায় বাতিল করে দেয়া হয় গোল।
এরপরই শুরু হয় পর্তুগালের জাদু। প্রথম গোলটি তারা করে ৮৪ মিনিটে গিয়ে। রাফা সিলভার ক্রস এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় গুররেইরোর পায়ে। তিনি গোলের উদ্দেশে শট নিলে সেটি অরবানের গায়ে লেগে জড়িয়ে যায় জালে, লিড পেয়ে যায় পর্তুগাল।
ব্যবধান বাড়াতে দুই মিনিটও লাগেনি তাদের। এ গোলেও অবদান রাফা সিলভার। ব্রুনোর বাড়ানো বল ধরে জোরালো আক্রমণের সম্ভাবনা জাগান রাফা। কিন্তু তাকে পেছন থেকে ফেলে দেন অরবান। পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিকে নিজের প্রথম গোল করেন রোনালদো।
এ গোলের মাধ্যমে ইউরো কাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০ গোলের মালিক হন রোনালদো। তিনি পেছনে ফেলেন মিশেল প্লাতিনিকে। পরে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাফা সিলভার এগিয়ে দেয়া বলে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক।