সাতক্ষীরায় চলছে ঢিলেঢালা লকডাউন,করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৩:সীমান্তে এক রোহিঙ্গাসহ তিন বাংলাদেশী আটক
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরা দ্বিতীয় দফার চতুর্থ দিনে সাতক্ষীরায় চলছে ঢিলেঢালা লকডাউন। সড়কে পুলিশের বাধা সত্তে¡ও ছোট ছোট যানবাহন চলছে । গণপরিবহন বন্ধ রয়েছে। বাজারঘাটেও রয়েছে ভিড়। মাস্ক পরছেন হাতেগোনা কিছু লোক। বেশ কয়েকটি সংযোগ সড়কের সামনে থেকে তুলে ফেলা হয়েছে সৃষ্টি করা প্রতিবন্ধকতা বাঁশ। পুলিশের বাধা ও ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছেন মানুষ। এদিকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরিক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমনের হার ৪৮ দশমিক ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিন জন। এ পর্যন্ত জেলায় করোনা নিয়ে মারা গেছেন ৫৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৮ জন। করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ, সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি আছেন ২৫৪ জন। তবে রোববার থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা সংক্রমিত রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১০০ বেড করোনা রোগীদের জন্য বাড়ানো হচ্ছে।
এদিকে জেলাব্যাপী লকডাউনের মধ্যেও অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃতদের বাড়ি কক্সবাজার, সাতক্ষীরা ও যশোর জেলায়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা ও ভোমরায় অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি আরও জানান গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে।