ফেনীতে একসঙ্গে ৪ মেয়ে শিশুর জন্ম দিলেন গৃহবধূ
নিউজ ডেস্ক:
ফেনীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সোমবার বিকেলে ফেনীর হায়দার ক্লিনিকে তিনি সিজারের মাধ্যমে ৪ মেয়ে শিশুর জন্ম দেন।
সালমা আক্তার ফুলগাজী উপজেলার জিএমহাট ইউপির এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, আমরা এর আগে দুইজন সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফীর মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরের দিকে প্রসব ব্যাথা শুরু হলে আমার ভাবি সালমাকে হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন।
বিকেলে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার করে দেখেন ৪ শিশু হয়েছে। এর আগে গৃহবধূ সালমার একটি ৪ বছরের ছেলে সন্তান রয়েছে।
আনোয়ার জানান, একসঙ্গে ৪ মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে ৪ সন্তানের লালন পালনে কোন সমস্যা হবে না।
হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান জানান, খবরটি শোনার পর মানুষ হাসপাতালে ভীড় জমাচ্ছে। আমরা নবাগত সন্তান ও তার মায়ের কেবিনে থাকার ব্যবস্থা করেছি।
সিজার অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু জানান, ওই গৃহবধু এবং ৪ নবজাতককে প্রাথমিকভাবে সুস্থ দেখা যাচ্ছে। অবজারভেশন শেষে তাদের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।