সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু, শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ
আসাদুজ্জামানঃ
দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরায় চলছে মোড়ে মোড়ে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে, হাট বাজার গুলোতে ভিড় লক্ষনীয়।
সাধারণ মানুষ কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্য বিধি। স্বাস্থ্য বিধি মানাতে হিমশিম খাচ্ছেন প্রশাসন। পুলিশের বাধা সত্তে¡ও চলছে ছোট ছোট
যানবাহন। গনপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকান পাট। তবে, পুলিশের বাধা ও ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছেন মানুষ।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরন করেন।
মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বৈকারী গ্রামের জাহান আলী (৮০), একই উপজেলার আখড়াখোলা গ্রামের সানোয়ারা খাতুন (৬০) ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আয়েশা বেগম (৯২)। এনিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা
গেছেন অন্ততঃ ২৫১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরিক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। যা সংক্রমনের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ।
এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত
হয়েছেন দুই হাজার ৪২০ জন।
অপরদিকে, জেলায় বর্তমানে ৬৯৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও সদর হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক ও
পারিবারিক কোয়ারেন্টিনে রয়েছেন।