মাঠে যাওয়ার পথে আম্পায়ারদের ওপর হামলা
স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়ার পথে আম্পায়ারদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, রোববার সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোবাসে হামলা করা হয়েছে। তাদের গাড়ি বেশ কিছু সময় আটকেও রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রো বাসে হামলা করা হয়। এ ঘটনায় মাইক্রোর পিছনের কাচ ভেঙে যায়। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ম্যাচ অফিশিয়ালদের গাড়ি।
এদিকে বিকেএসপি সূত্রে জানা গেছে, ঘটনার পর আম্পায়াররা এরই মধ্যে বিকেএসপি পৌঁছেছেন। আধা ঘণ্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে।
তবে আরেকটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাম্প্রতিক বিতর্কের কারণে নয়। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সড়ক অবরোধ করা সাভারের পোশাক শ্রমিকদের বাধার মুখে পড়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী বাস। পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।