খুলনা বটিয়াঘাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনা বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বালক অনুরুদ্ধ ১৭ ইউনিয়ন পর্যায়ের খেলা জলমা ইউনিয়ন একাদশ বনাম আমীরপুর ইউনিয়ন একাদশের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আশরাফুল আলম খান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইসমাইল হোসেন মোল্লা বাবু, ডাঃ সাইফুল ইসলাম, সাংবাদিক পরিতোষ কুমার রায়, বুদ্ধদেব মন্ডল, মোঃ ইমরান হোসেন, আ’লীগ নেতা মানষ পাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল , সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, তরিকুল ইসলাম, তপতী বিশ্বাস, বিউটি মন্ডল, মোঃ নজরুল ইসলাম খান, প্রসেনজিৎ প্রমুখ ।
চুড়ান্ত পর্বের খেলায় আমীরপুর ইউনিয়ন পরিষদ একাদশ জলমা ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে । খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন । খেলায় ধারাভাষ্যকার ছিলেন অধ্যাপক মনোরঞ্জন মন্ডল ও শিক্ষক রঞ্জন রায় । সমগ্ৰ খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম মন্ডল, ভঞ্জন অধিকারী, হংশুপতি মল্লিক, উমেশ চন্দ্র মন্ডল ।