সিলেটে দুই দফা ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল
সিলেটে এক মিনিটের মধ্যে দু’দফা ভূমিকম্পে নগরীর প্রাচীনতম বিদ্যাপিঠ রাজা জিসি হাইস্কুলের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ২০১৭ সালে দু’তলার নির্মাণ কাজ শেষে তা ‘কামরান ভবন’ নামকরণ করা হয়েছিল।
সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জীবদ্দশায় এই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। এই সুবাদে চার বছর আগে নতুন ভবনের নির্মাণ শেষে তা কামরানের নামে রাখা হয়েছিল।
রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন বলেন, সোমবার সন্ধ্যার দিকে ৬টা ২৯ মিনিট ও ৬টা ৩০ মিনিটে ভূমিকম্পের সময় স্কুলের ‘কামরান ভবনে’ ফাটল দেখা দেয়। এই ভবনের প্রত্যেক রুমের পাশাপাশি ভবনের মূল কাঠামোতেও (বিম) ফাটল দেখা দিয়েছে। ২০০৬ সালে ভবনের প্রথম তলার কাজ শেষ হয়েছিল। ১৮৮৬ সালে নগরীর বন্দরবাজার এলাকায় রাজা জিসি হাইস্কুল প্রতিষ্ঠা হয়েছিল।
এদিকে নগরীর জিন্দাবাজারের সিলেট মিলেনিয়াম মার্কেট ভূমিকম্পে হেলে পড়েছে বলে প্রচারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মার্কেট কর্তৃপক্ষ তা গুজব বলছে।
এই মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতা বদরুদ্দোজা শাফি বলেন, ভূমিকম্পের সময় মার্কেটের চতুর্থ তলার কয়েকজন স্বর্ণের ব্যবসায়ী দোকান বন্ধ করে নিচে নেমে যান। এ সময় কে বা কারা মার্কেট হেলে পড়েছে বলে প্রচার করেন। আসলে তা শুধু গুজব, সত্য নয়।