কলারোয়ায় সাংবাদিক আইউব হোসেন তনয় আব্দুল্লাহ আর নেই
কামরুল হাসানঃ
রিমোটিক আথ্রাইটিজ’র সাথে দীর্ঘ যুদ্ধের অবসান হলো আব্দুল্লাহ আল মামুন বাবুর (২৬)। কলারোয়ার সাংবাদিক আইউব হোসেনের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুবরণ করেন (ইন্না ….. রাজিউন)। তিনি বিবাহিত ও ১ পুত্র সন্তানের জনক। দীর্ঘ ১৫ বছর ধরে দুরারোগ্য ব্যাধি রিমোটিক আথ্রাইটিজে ভুগছিলেন তিনি। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন আব্দুল্লাহ। কলারোয়ার দলুইপুর গ্রামে আইউব হোসেনের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে সংবাদকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সমবেদনা জানান শোকার্ত পরিবারে প্রতি।
পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে আব্দুল্লাহ ভীষণ অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় পল্লী মঙ্গল স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মারা যান আব্দুল্লাহ। সাংবাদিক আইউব হোসেনের ৩ মেয়ে ও ২ ছেলে। মঙ্গলবার যোহরের নামাজের পর দলুইপুর ক্লিনিক চত্বরে নামাজে জানাযা শেষে মীরেরডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে সাংবাদিক আইউব হোসেনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।