দেবহাটা সার্কেলের এএসপি ইয়াসিন আলীর বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি,দেবহাটা:
সাতক্ষীরার দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব শেখ ইয়াসিন আলীকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দেবহাটা থানা ভবনে আনুষ্ঠানিক ভাবে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সদ্য নিযুক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ।
থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধূরীর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই মিজানুর রহমান, আবু হানিফ, হাসিনা খাতুন, আসিফ মাহমুদ, এএসআই শামিম হোসেন, রশিদুল ইসলাম, হাফিজুর রহমান সহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: