কলারোয়ায় ১০ জনের করোনা শনাক্ত
কামরুল হাসানঃ
কলারোয়ায় ফের ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন নারী। সূত্রমতে, গত ২৪ ঘন্টায় এই ১০ জনের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান মঙ্গলবার এ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন। নতুন করে শনাক্ত হওয়া ১০ জন হলেন: উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা গ্রামের মজনুর রহমান (৪২), পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মনিরুজ্জামান (৫৫), কলারোয়া পৌর শহরের সাবিনা (৩৫) ও নাজনীন (৪৫), দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের অসীম (৩৫), কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের জসিম (০২), জয়নগর ইউনিয়নের আহসান নগর গ্রামের শাহিন(৩২), কলারোয়া পৌর শহরের নোভা (২২), লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামের ফিরোজা (৬৫) ও পৌরসভাধীন মির্জাপুর গ্রামের ফাতেমা (৫২)।
Please follow and like us: