কলারোয়ায় লকডাউনের তৃতীয়দিনে জনপ্রতিনিধি, প্রশাসন-পুলিশের কঠোর অবস্থান
কামরুল হাসান:
অতিমারি করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা প্রতিরোধে জেলা ব্যাপি কঠোর লকডাউনের তৃতীয় দিনে কলারোয়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে জনসচেতনায় মাঠে সক্রিয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। লোকডাউনের সফল বাস্তবায়নে সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামী লীগ নেতা-কর্মী ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ছিলেন কঠোর অবস্থানে।
জেলা প্রশাসকের নির্দেশনায় সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকলেও রাস্তায় ইজিবাইক, ট্রলি, নসিমন, ভ্যান, মোটর সাইকেলসহ মিনি পরিবহনের দেখা মিললেও জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের চলাচল তেমন দেখা যায়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। সেই সাথে পৌরসদরে করোনায় আক্রান্ত পরিবারের মাঝে পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
পৌর সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের অভিযান অব্যাহত ছিলো।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ৭ দিন ব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, সকল ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, জিএম শফিউল আলম শফি, ফারহানা হোসেন, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন নিলু, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবিসহ গণমাধ্যম কর্মী ও সচেতন মানুষ।
অনুরূপভাবে পৌর সভার উদ্যোগে লকডাউন বাস্তবায়নে জনসচেতনতায় সরকার নির্দেশিত বিধি নিষেধ সার্বক্ষণিক মাইকিং করে প্রচার করা হচ্ছে।
Please follow and like us: