সাতক্ষীরা সদর আসনের সাবেক সাংসদ মরহুম হাবিবুর রহমানের ১১তম মৃত্যুবাষির্কী পালন
বিশেষ প্রতিনিধি:
দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাবিবুর রহমানের ১১তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে।
শুক্রবার (০৪ জুন) সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে মরহুমের ১১তম মৃত্যুবার্ষির্কী উপলক্ষে তার কবর জিয়ারত, পরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে মরহুমের কর্মজীবন ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মরহুমের কর্মজীবন ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন আলোচনা সভায় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. মো.আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অফিস সম্পাদক এস.এম আব্দুর রশিদ, নির্বাহী সদস্য এনছান বাহার বুলবুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “তিনি একজন সৎ ও নির্ভিক ও বিনয়ী ব্যক্তি ছিলেন। তার কর্মের মাঝে তিনি আজো সাতক্ষীরাবাসীর হৃদয়ে বেঁচে আছেন। তিনি এ জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। সাতক্ষীরা জেলার নাগরিকদের উন্নয়নে এই নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই সাথে জেলার ক্রীড়াঙ্গণে অনেক ভূমিকা রাখার সাথে সাথে তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করেছিলেন। আজ তিনি বেঁচে থাকলে সাতক্ষীরা জেলাকে উন্নয়নে অনেক এগিয়ে নিয়ে যেতেন। বক্তারা আরো বলেন, তার নামে স্মৃতি সংসদ গঠনসহ প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন এবং সেই সাথে সাথে আমাদের মাঝে থেকে যে সব গূণীজন হারিয়ে গিয়েছে তাদের স্মৃতি নিয়ে স্মরনীকা বের করার কথা উল্লেখ করেন। এসময় উপস্থিত সকলে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।”
এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান, অধ্যাপক গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস. এম আবুল কালাম আজাদ, মো. আমিরুল ইসলাম মুকুল, অধ্যক্ষ রেজাউল করিম, মো. আমিরুল হক খোকন, মো. জামাত আলী মেম্বর, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. ইসমাইল হোসেন প্রমুখ। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতি মো. ইয়াছিন আলী।