করোনা ভয়াবহতার মধ্যে ভারতে তিন হাজার ডাক্তারের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক :
করোনার তাণ্ডবে বিশ্বে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান উপরের সারিতে। প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আর এ ভয়াবহ পরিস্থিতিতে ভারতে একযোগে তিন হাজার চিকিৎসক পদত্যাগ করেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সরকারের প্রতি চিকিৎসকদের নানা দাবির প্রেক্ষিতে হাইকোর্টের রায়ের প্রতিবাদে দেশটির মধ্যপ্রদেশের প্রায় তিন হাজার জুনিয়র চিকিৎসক পদত্যাগ করেছেন।
করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। হাইকোর্ট তাদের এ ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের তিন হাজার নবীন ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন কোর্ট।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ভারতের সাধারণ মানুষের অভিযোগ, সরকারের নানা অব্যবস্থাপনার ফলে দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বলা হচ্ছে, ভারতে সরকারিভাবে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশ কয়েকগুণ বেশি।