সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা
শহর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী। বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, হাফিজুর রহমান, আরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক শাহাজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টুটুল, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, ভূমিহীন সভানেত্রী সাহিদা আক্তার ময়না, সহ-সভানেত্রী শরিফা খাতুন, সালমা খাতুন, ফতেমা খাতুন, সদস্য সামসুর রহমান, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল, পৌর ভূমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে দুর্যোগ ও ঘুর্ণিঝড়,বন্যার কারণে উপকুলীয় এলাকায় ব্যাপক প্রাণহানী ঘটেছে। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে। দ্রুত স্থায়ী বেড়ীবাধ নির্মাণ করতে হবে।
ভূমিহীন অসহায় মানুষের ঔষধ, খাবার পানি নিশ্চিত করা, সাতক্ষীরা সদর উপজেলার জলাবদ্ধতা নিরসের জন্য বেতনা, খেজুরডাঙ্গা ছয়ব্যান্ডের গেট, শাখরার চৌদ্দ ব্যান্ডের গেট, প্রাণ সায়র খাল উন্মুক্ত করে জোয়ার ভাটার ব্যবস্থা করা ভূমিহীন অসহায় মানুষের রেশন কার্ডের ব্যবস্থা করা। ভূমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা। এছাড়া সম্প্রতি কতিপয় টাউট, প্রতারক ব্যক্তি ভূইঁেফাড় সংগঠনের পরিচয়ে ভূমিহীন নেতা সেজে ভূমিহীনদের সাথে প্রতারণা শুরু করেছে। অবিলম্বে তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা সদর উপজেলার আওতাভুক্ত সরকারি খাস জমি বিত্তবান ভূমিহীন দস্যুদের কবল থেকে উদ্ধার করে বিধি অনুসারে উদ্ধার পূর্বক ভূমিহীনদের মধ্যে বিতরণের দাবি জানান।